শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

তিন পার্বত্য জেলায় শান্তিচুক্তির রজতজয়ন্তী উদযাপিত

খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান প্রতিনিধি

তিন পার্বত্য জেলায় শান্তিচুক্তির রজতজয়ন্তী উদযাপিত

পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা -বাংলাদেশ প্রতিদিন

তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে পার্বত্য শান্তিচুক্তির রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। সরকারি আয়োজন ছাড়াও চুক্তি সম্পাদনকারী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) বিভিন্ন কর্মসূচি পালন করেছে। প্রতিনিধিদের খবর- খাগড়াছড়ি : জেলা পরিষদ ও রিজিয়নের উদ্যোগে গতকাল  জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে শান্তি চুক্তির অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সকালে র‌্যালি বের হয়। জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কুজেন্দ্র লাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ের মানুষের প্রতি আন্তরিক। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মো. নাইমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে গণসমাবেশ করেছে র্পাবত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সংস্কার)। মহালছড়ির করল্যাছড়ি হাইস্কুল মাঠে সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন সুধাকর ত্রিপুরা। রাঙামাটি : জনসংহতি সমিতির সমাবেশে পার্বত্য শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার। বান্দরবান : সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা  হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর