রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

মার্চ-এপ্রিল নাগাদ দেশের অর্থনীতি ঠিক হয়ে যাবে : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে ডলার সংকট নেই। তবে কিছুটা ঘাটতি আছে। ঘাটতিটা পুষিয়ে যাবে। কারণ, গত মাসে রেমিট্যান্স বেড়েছে। এক্সপোর্টও (রপ্তানি) বাড়ছে। ধীরে ধীরে দেশের অর্থনীতি আবার আগের জায়াগায় চলে আসবে। আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ পুরোপুরি নরমাল (স্বাভাবিক) হয়ে যাবে। গতকাল দুপুরে সুনামগঞ্জ স্টেডিয়ামে কুস্তি প্রতিযোগিতা উদ্বোধন করার সময় মন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান এমদাদ রেজা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও বলেন, কোনো ব্যাংক গ্রাহকের টাকা না দিয়ে ফিরিয়ে দিয়েছে- এমন একটা উদাহরণ দেন। কোন ব্যাংক কোথায় ফিরিয়ে দিয়েছে? এটা একটা গোষ্ঠীর কাজ। তারা নানাভাবে গুজব রটাচ্ছে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর