শিরোনাম
রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

যেখানে অনুমতি সেখানেই সমাবেশ করবে বিএনপি

পুলিশ মেধাবৃত্তি অনুষ্ঠানে আইজিপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি ১০ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চায়। এজন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চেয়ে আবেদন করে দলটি। পুলিশ নিরাপত্তাসহ নানা বিষয় পর্যবেক্ষণ করে সোহরাওয়ার্দী উদ্যানে ২৬ শর্তে সমাবেশের অনুমতি দেয়। তবে বিএনপি এখন পর্যন্ত নয়াপল্টনেই সমাবেশ করতে চায়। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিএনপিকে যেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে সেখানেই তারা কর্মসূচি পালন করবে। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে আসবে বলে আশা করি।’ গতকাল রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের কৃতী সন্তানদের ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২’ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি ব?লেন, ‘১০ ডিসেম্বর ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে নাশকতার বিষয় বিবেচনায় রেখে পরিকল্পনা করছি।’ বিশেষ অভিযানের নামে দলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে- বিএনপির এমন অভিযোগের বিষয়ে পুলিশপ্রধান বলেন, ‘রাজনৈতিক ভিত্তিতে নয়, আইনের মধ্যে থেকে কাজ করে যাচ্ছে পুলিশ। নিয়মের বাইরে কাউকে গ্রেফতার করা হচ্ছে না।’

বৃহস্পতিবার গায়েবি ও মিথ্যা মামলা এবং বিশেষ অভিযানের নামে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে- বিএনপি নেতাদের এমন অভিযোগের বিষয়ে আইজিপি বলেন, ‘পলাতক জঙ্গিদের ধরতে আভিযানিক কার্যক্রম বাড়ানো হয়েছে। আর বিএনপি যে অভিযোগ দিয়েছে এগুলো খতিয়ে দেখছি।’

আইজিপি বলেন, ‘আমরা বাংলাদেশকে ২০৪১ সালে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। সে স্বপ্ন পূরণে কৃতী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এ দেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের।’ মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের মধ্যে দেশপ্রেম থাকলে বিদেশে থাকলেও দেশের জন্য নিবেদিত হয়ে দায়িত্ব পালন করা যায়। দেশ যদি উন্নত হয়, সমৃদ্ধ হয় তাহলে তোমাদের সাফল্য, মা-বাবার কষ্ট সফল হবে। তোমরা ভালো ফল করে মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছ, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে।’

তিনি বলেন, করোনাকালে বাংলাদেশ পুলিশ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের সেবা দিয়েছে, মৃত ব্যক্তির জানাজা পড়েছে, দাফন-কাফন করেছে- এ বিশাল কর্মযজ্ঞের মধ্যে পুলিশ মানুষের ভালোবাসা অর্জন করেছে, আস্থা অর্জন করেছে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন, কৃতী সন্তান হিসেবে তোমাদের সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।’ প্রধান অতিথি মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন। ২০২১ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৭৭৭ জন এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া ৬০২- মোট ১ হাজার ৩৭৯ জন মেধাবৃত্তি পেয়েছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) মো. সোহেল রানা। কৃতী শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন অ্যাডিশনাল ডিআইজি শাহীনা আমীন ও ডিএমপির এডিসি এ বি এম জাকির হোসেন। বৃত্তিপ্রাপ্ত মেধাবী সন্তানদের মধ্যে এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী মো. আবুল হাসনাত ও নাজিয়া মুমতাহিনা এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের অধিকারী মল্লিক ফাইজ ইসলাম মিহান ও ফারজানা হক প্রমি এতে বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর