মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

পেছাল চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

ফের পেছানো হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ। প্রয়োজনে জাতীয় সম্মেলনের পর সম্মেলন হওয়ার কথাও জানিয়েছেন নেতারা। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাপরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।  এক প্রশ্নের জবাবে আ জ ম নাছির উদ্দীন বলেন, ১৮ ডিসেম্বর নির্ধারিত সম্মেলন হচ্ছে না। গতকাল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফের সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, ওয়ার্ড এবং থানা আওয়ামী লীগের সম্মেলন শেষ করে তারপর নগর কমিটির সম্মেলন করতে। যেহেতু আমরা ওয়ার্ড ও থানাগুলোর সম্মেলন শেষ করতে পারিনি, তাই ১৮ ডিসেম্বর নগর সম্মেলনও হচ্ছে না। কেন্দ্রীয় নেতারা বলেছেন- প্রয়োজনে জাতীয় সম্মেলনের পর নগর সম্মেলন করতে। প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জনসভা ইতিহাস সৃষ্টি করেছে। পলোগ্রাউন্ড মাঠের ভিতরে যত জমায়েত ছিল, বাইরে তার চেয়ে বেশি জমায়েত ছিল।

জমায়েত পুরোটাই ছিল চট্টগ্রাম নগরী, উত্তর ও দক্ষিণ থেকে আসা। চট্টগ্রামের বাইরে থেকে একজন মানুষও জনসভায় আসেনি। আমার সঙ্গে কুমিল্লা, ফেনী, রাঙামাটি থেকে যোগাযোগ করা হয়েছিল। আমি তাদের মানা করে দিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের সর্বশক্তি নিয়ে আমরা এ জনসভা করেছি। আমাদের শক্তির জানান দিয়েছি। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে আসার সময় জনসভার পুরো চিত্র দেখেছেন। বক্তব্য দেওয়ার আগে প্রধানমন্ত্রী বাইনোকুলার দিয়ে দেখেছেন। জনসভা দেখে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়েছেন। যাওয়ার আগে তিনি বিষয়টি একাধিকবার আমাদের কাছে উল্লেখ করেছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, উত্তর জেলার সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার শেখ আতাউর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর