মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
উন্নয়ন পরিষদের অভিষেকে বক্তারা

৫১ বছরেও হয়নি জাতীয় যাত্রামঞ্চ

সাংস্কৃতিক প্রতিবেদক

স্বাধীনতার ৫১ বছরেও দেশে একটি জাতীয় যাত্রামঞ্চ হলো না। এ অভিযোগ তুলে সাংস্কৃতিক অঙ্গনের গুণীজনরা বলেছেন বিভিন্ন জেলা-উপজেলায়ও সরকারিভাবে কোনো যাত্রামঞ্চ নির্মাণের উদ্যোগ নেই। তাহলে পেশাজীবী যাত্রাশিল্পীদের বেঁচে থাকার সমস্যা কীভাবে সমাধান হবে? গতকাল রাজধানীর জাতীয় শিশুকল্যাণ পরিষদে বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

পরিষদের কার্যকরী সভাপতি ইঞ্জিনিয়ার বরুণ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামালউদ্দিন কবির, চলচ্চিত্র নির্মাতা এস বি বিপ্লব, পরিষদের সভাপতি মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক এম আলীম, যুগ্ম-সম্পাদক এম আলম লাবলু, টি এইচ আজাদ কালাম, জহুরা হাসান দীপ্তি, বীর মুক্তিযোদ্ধা রেখা রানী গুণ, ফরিদ উদ্দিন খান, নজরুল ইসলাম মাতবর, টিমুনি খান, মিঠু রায়, এস এম নজরুল ইসলাম প্রমুখ।

শৈল্পিকেরসৃষ্টি সুখের উল্লাসে : সাংস্কৃতিক সংগঠন শৈল্পিকের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শিরোনামের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

তিন পর্বে বিভক্ত এ আসরের প্রথম পর্বে ছিল সূচনা সংগীত, দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও তৃতীয় এবং শেষ পর্বে ছিল কোরাস গান।

অনুষ্ঠানের শুরুতেই ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’ ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘তোমার দেখিবার মনে চায়’, এই তিনটি সূচনা সংগীত পরিবেশন করেন সংগঠনের শিল্পীরা। আলোচনা পর্বে অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক আহকামউল্লাহ, গণসংগীত সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম শামসুদ্দোহা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর