দেড় যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘ প্রতীক্ষার এ সম্মেলনকে ঘিরে দক্ষিণের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। আসন্ন সম্মেলনে সম্ভাব্য প্রার্থী হতে চান কমপক্ষে ২০ জন নেতা। তারা কেন্দ্রের আশীর্বাদ এবং কাউন্সিলদের সমর্থন আদায়ে করছে জোর লবিং।
জানা গেছে, কাল সোমবারের সম্মেলনে সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন কমপক্ষে ১০ জন নেতা। তাদের মধ্যে রয়েছেন বর্তমান সভাপতি মোসলেম উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চন্দনাইশের এমপি নজরুল ইসলাম চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক মফিজুর রহমান অন্যতম। সাধারণ সম্পাদক হতে চান- দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, শাহজাদা মহিউদ্দিন, শিল্পপতি মো. নাছির এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল কাদের সুজনসহ ১৫ জন নেতা। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন হয়েছিল ২০০৫ সালের ২৩ জুলাই। ওই সম্মেলনে আখতারুজামান চৌধুরী বাবুকে সভাপতি এবং মোসলেম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালে আখতারুজামান চৌধুরী বাবু মারা গেলে কেন্দ্র থেকে মোসলেম উদ্দিনকে সভাপতি এবং মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দীর্ঘদিন পর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। এ সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখছি। নেতা নির্বাচনে তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।