বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন আজ। বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন ঘিরে যুব মহিলা লীগ নেত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা বিরাজ করছে। ছাত্রলীগের সাবেক নেত্রীদের নিয়ে ২০০২ সালের ৬ জুলাই যুব মহিলা লীগ গঠন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর দুই মেয়াদে টানা ২০ বছর ধরে সংগঠনটির শীর্ষ দুই পদে দায়িত্ব পালন করছেন নাজমা আক্তার ও অপু উকিল। এই সম্মেলনের মধ্য দিয়ে যুব মহিলা লীগের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা করছেন দলটির নেত্রীরা। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে সম্মেলনে যুব মহিলা লীগের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া গেছে। যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে অন্তত এক ডজন নেত্রী আলোচনায় রয়েছেন।

এমনকি সভাপতি-সাধারণ সম্পাদক পদে যুব মহিলা লীগের বাইরে থেকেও আসতে পারে নেতৃত্ব। এক্ষেত্রে সাবেক ছাত্রলীগ নেত্রী এমন কেউ প্রাধান্য পাবেন। দলীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে যুব মহিলা লীগে ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০০৪ সালে সংগঠনটির প্রথম সম্মেলনে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর ১৩ বছর পর ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের দ্বিতীয় ও সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নাজমা আক্তার সভাপতি ও অপু উকিল সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর