বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান

শুভসংঘের ছোঁয়াকে বসুন্ধরার সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

শুভসংঘের ছোঁয়াকে বসুন্ধরার সংবর্ধনা

বিবিসির জরিপে চলতি বছর প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা করে নেওয়া ময়মনসিংহের সাহসী মেয়ে সানজিদা ইসলাম ছোঁয়াকে সম্মাননা দিয়েছে বসুন্ধরা গ্রুপ। সেই সঙ্গে তার শিক্ষাজীবন থেকে শুরু করে সমাজ বিনির্মাণে যে-কোনো পদক্ষেপে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে দেশের শীর্ষ এই শিল্পগ্রুপটি। নান্দাইল উপজেলার ঝাউগড়া গ্রামের সানজিদা ইসলাম ছোঁয়া বর্তমানে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কালের কণ্ঠের শুভসংঘের এই সদস্য ২০১৭ সাল থেকে ৭০টির বেশি বাল্যবিয়ে রুখে দিয়েছেন। অর্জন করেছেন বিবিসির জরিপে প্রভাবশালী ১০০ নারীর তালিকায় ২১তম স্থান। তার এ অনন্য স্বীকৃতিতে গতকাল কালের কণ্ঠের সভাকক্ষে শুভসংঘের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় ছোঁয়াকে। এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন তার হাতে তুলে দেন ক্রেস্ট এবং আর্থিক সম্মাননা। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে ছোঁয়াকে একটি সেলাই মেশিন ও একটি ল্যাপটপ দেওয়ার পাশাপাশি প্রতি মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়। এ সময় কালের কণ্ঠের সিনিয়র সাংবাদিক ও শুভসংঘের নেতারা উপস্থিত ছিলেন। ইমদাদুল হক মিলন বলেন, ছোঁয়া ঘাসফড়িংয়ের সঙ্গে কাজ করেছেন। শুভসংঘের সদস্য। ছোঁয়ার ভবিষ্যৎ চিন্তাভাবনা অসাধারণ। ছোঁয়ার পাশে আমি আছি, শুভসংঘ আছে আর আমরা থাকা মানেই বসুন্ধরা গ্রুপ পাশে আছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর