বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সাধারণ মানুষের যুদ্ধের ফসল স্বাধীন বাংলাদেশ : আমু

নিজস্ব প্রতিবেদক

সাধারণ মানুষের যুদ্ধের ফসল স্বাধীন বাংলাদেশ : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, হাতেগোনা গুটিকয়েক রাজাকার, আলবদর ছাড়া সেদিন বঙ্গবন্ধুর ডাকে সাড়ে সাত কোটি বাঙালিই মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিল। এদেশের সাধারণ মানুষ সেদিন বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে একাট্টা হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সাধারণ মানুষের যুদ্ধের ফসল স্বাধীন বাংলাদেশ গতকাল বিকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী  প্রফেসর ড. শামসুল আলম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর