শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কাউন্সিলর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি ও তার স্ত্রী রোকেয়া রহমানের বিরুদ্ধে করা মামলায় চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাড়ে ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আসামিদের বিরুদ্ধে আদালতে এই চার্জশিট দাখিল করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে গতকাল ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, মামলা তদন্তকালে আসামি মতিউর রহমানের নামে ১১ কোটি ৩৫ লাখ ৬৭ হাজার টাকা ও তার স্ত্রী রোকেয়া রহমানের নামে ৮ কোটি ১৪ লাখ ৮৫ হাজার টাকার অবৈধ সম্পদের তথ্য পায় দুদক। এর আগে ২০২১ সালের ৭ সেপ্টেম্বর দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মতিউর রহমান ৬ কোটি ৬২ লাখ ৮২ হাজার টাকা ও তার স্ত্রী রোকেয়া রহমান ২ কোটি ৪২ লাখ ৫৯ হাজার টাকার সম্পদের হিসাব প্রদর্শন না করে মিথ্যা তথ্য দেন বলে দুদক সূত্র জানায়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ দম্পতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারার গত বছর দুটি মামলা করে দুদক। পরে তদন্ত শেষে চলতি মাসে কমিশন তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন করে।

দুদকে তদন্তকারী কর্মকর্তা ছিলেন উপ-পরিচালক মো. ইব্রাহীম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর