শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দাবি আদায়ে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের গণপদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

মিরপুর ভাষানটেক পুনর্বাসন প্রকল্প এবং বিজয় সরণিস্থ কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদানে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে ছয় দফা দাবি বাস্তবায়নে গণপদযাত্রা করেছে মুক্তিযোদ্ধা আবদুল কাদিরের পরিবার। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ফ্রিডম ফাইটার্স ফ্যামিলি’ শীর্ষক প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ শেষে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা আবদুল কাদিরের ছেলে আলহাজ আবদুর রহিম, নাতনি নুরতাজ আরা ঐশী, গণঅধিকার পরিষদের ফারুক হাসানসহ প্রায় পাঁচ শতাধিক ভুক্তভোগী ও বস্তিবাসী উপস্থিত ছিলেন। এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মেয়র আতিকুল ইসলাম ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পদত্যাগ দাবি করেন।

ছয় দফায় রয়েছে ভাষানটেক পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নের বাধাসমূহ দূর করা, কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদানে যথাযথ কর্তৃপক্ষকে বাধ্য করা, ভূমি মন্ত্রণালয় কর্তৃক নর্থ-সাউথ প্রপার্টির চুক্তি বাতিল আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করার ব্যবস্থা করা, দুদকের বন্ধ হওয়া তদন্ত কার্যক্রম পুনরায় চালু করা এবং শহীদ পরিবার হিসেবে আলহাজ আবদুর রহিমের পরিবারের জানমাল ও সম্পদের সুরক্ষা প্রদান করা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর