বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

প্রবাসী বাংলাদেশিদের নির্যাতন মানবাধিকার কমিশনের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী বাংলাদেশিদের নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যথাযথ ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জানুয়ারি গণমাধ্যমে প্রকাশিত প্রবাসে কিছু বাংলাদেশি অভিবাসীকে নির্যাতন এবং মুক্তিপণ আদায় সংক্রান্ত প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রতিবেদনে ইউরোপের বিভিন্ন দেশ বিশেষ করে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় প্রেরণ করে। সেখানকার এক বা একাধিক চক্র কর্তৃক বন্দিদের নির্যাতন, মুক্তিপণ আদায় ও হত্যার বিষয়টি উঠে এসেছে। প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, চক্রগুলো ভুক্তভোগীদের নির্যাতন করে ভিডিও ধারণ করে। পরে নির্যাতনের ভিডিও দেশে পাঠিয়ে ৮ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মানবাধিকার কমিশন মনে করে, পাচারের শিকার ব্যক্তিরা মানবাধিকারের চরম লঙ্ঘনের শিকার হন। তাদের ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে বিভিন্নভাবে মুক্তিপণ আদায় করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর