রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

গণপদত্যাগ বিতর্কিত করতে সাত্তারকে দাঁড় করিয়েছে : রুমিন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘সরকার বিএনপির সংসদ সদস্যদের (এমপি) গণপদত্যাগকে বিতর্কিত করতে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে চাপ প্রয়োগের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সাত্তার ভূঁইয়াকে দাঁড় করিয়েছে। আবদুস সাত্তারের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। গতকাল শহরের পুনিয়াউটে কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক খালেদ মাহবুব শ্যামলের বাসভবন চত্বরে জেলা বিএনপি আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ  মোহাম্মদ শামীম, রফিক শিকদার, সালাউদ্দিন শিশির, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।

, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব-উন নবী খান সোহেল বলেন, ‘শেখ হাসিনা যদি পুলিশ বাহিনীকে রক্ষী বাহিনীর কায়দায় নিয়ে ভেবে থাকেন তারা তাকে রক্ষা করবেন, তাহলে তিনি ভুল করছেন। কারণ এ পুলিশ বাহিনী তার পতন ঠেকাতে পারবে না।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর