রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

তারেক-জোবাইদার সম্পত্তি ক্রোকের আদেশ ফরমায়েশি : মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশকে ফরমায়েশি এবং প্রতিহিংসা পরায়ণ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন যেন আজ ‘বিএনপি দমন কমিশনে’ পরিণত হয়েছে। এসব মামলা, আদেশ, রায় দিয়ে তারেক রহমানের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ, বিতর্কিত বা জোবাইদা রহমানকে হেয় প্রতিপন্ন করা যাবে না। একই সঙ্গে চলমান আন্দোলনকে বিভ্রান্ত বা নস্যাৎ করতে পারবে না। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খন্দকার মোশাররফ বলেন, তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা অবান্তর, ভিত্তিহীন, অমূলক। অবিলম্বে তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জারি করা এ আদেশ ও রায় বাতিল করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, আহমেদ আজম খান, আমান উল্লাহ আমান, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর