শিরোনাম
সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি সংখ্যালঘু ঐক্যমোর্চার

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ঐক্যমোর্চা রোডমার্চ ও সমাবেশ করেছে। এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গত শনিবার সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর তারা স্মারকলিপি দিয়েছে। রাজধানীর রমনা কালীমন্দিরসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সকাল থেকে সমাবেশ করে ঐক্যমোর্চা। শুক্রবার সারা দেশ থেকে ঢাকামুখী রোডমার্চ শুরু করে তারা। শনিবার সকাল থেকেই রমনা কালীমন্দিরসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ ও টিএসসিতে শতাধিক নেতা-কর্মী অবস্থান নেন। সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নির্মল রোজারিও, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সভাপতিমন্ডলীর সদস্য কাজল দেবনাথ প্রমুখ বক্তব্য দেন।

পরিষদের নেতারা বলেন, মর্যাদার সঙ্গে বাঁচার জন্য সংখ্যালঘুদের যে অধিকারগুলো থাকা দরকার সেসব নেই। সেসব অধিকার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেসব বাস্তবায়ন করা হয়নি। এ জন্য সংখ্যালঘুদের আন্দোলন করতে হচ্ছে। তারা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। অথচ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি। প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কোনো উদ্যোগও পরিলক্ষিত হয়নি। এতে এ দেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসীদের হতাশ করেছে। কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়াসহ সব জেলার নিজ নিজ রুটে রোডমার্চ করে ঐক্যমোর্চার নেতা-কর্মী-সমর্থকরা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন।

সর্বশেষ খবর