শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সংবিধান কেটেছিঁড়ে গণবিরোধী করেছে সরকার : নূর

নিজস্ব প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সদস্যসচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, এ সরকার সংবিধান কেটেছিঁড়ে গণবিরোধী সংবিধানে পরিণত করেছে। এ সংবিধান দিয়ে দেশ চলবে না। দেশ-জাতির প্রয়োজনে নতুন সংবিধান রচনা করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ইসরায়েল থেকে ফোনে আড়িপাতার যন্ত্রপাতি ক্রয়, গোয়েন্দা নজরদারির নামে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ, মিথ্যা মামলায় গ্রেফতার বন্দিদের মুক্তি, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণঅধিকার পরিষদ।

নূর বলেন, এই সরকারের আয়ু ৬ মাস। কাজেই সরকারি দলের নেতাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভালোভাবে সেইফ এক্সিট নেবে নাকি গণরোষে নিষ্ঠুরভাবে বিদায়  নেবে। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম কমলেও সরকার দেশে বিদ্যুতের দাম বাড়িয়েছে। অবৈধভাবে ক্ষমতায় থাকতে ইভিএমের টাকার জন্য তড়িঘড়ি করে বিদ্যুতের দাম বাড়িয়েছে। সরকার চাইলেও ১৪ এবং ১৮ সালের মতো আর বিনাভোটের নির্বাচন করতে পারবে না। মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন মুহাম্মদ রাশেদ খান, আবু হানিফ, মো. সোহরাব হোসেন, সাদ্দাম হোসেন, শাকিলজ্জামান, মালেক ফরাজী, তামান্না ফেরদৌস শিখা, সচিব তারেক রহমান।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর