এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১১ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হতে পারে। ফলাফল প্রকাশের জন্য সময় চেয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে সম্প্রতি প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা গেছে।
সাব কমিটি সূত্র জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন কাজ শেষ হয়েছে। ১১ ফেব্রুয়ারি পরীক্ষা পরবর্তী ৬০ দিন পূর্ণ হবে। ফল প্রকাশের তারিখ চেয়ে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হবে। প্রধানমন্ত্রী যে দিন সম্মতি দেবেন, সেদিন ফলাফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হয়।