বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জাবিতে নবনির্মিত হল চালুসহ তিন দফা দাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নবনির্মিত ছয় হলের উদ্বোধন, সিটের রাজনীতি বন্ধ এবং প্রকল্প সংশ্লিষ্ট চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের তিন দফা দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা।

গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে জাবি ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ‘আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও প্রশাসন তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থীকে হলে সিট দিতে পারে না। গণরুম-গেস্টরুমে শিক্ষার্থীরা র?্যাগিংয়ের শিকার হয়। পর পর পাঁচ দফা উদ্বোধনের তারিখ ঘোষণা করেও নতুন হল চালু করা হয়নি। এদিকে ভর্তিকৃত ৫১ ব্যাচের ক্লাস বারবার পেছানো হচ্ছে। এসবের জন্য প্রশাসনের ব্যর্থতাই দায়ী। আগামী ৩০ জানুয়ারির মধ্যে নতুন ছয়টি হল চালু না করা হলে গণআন্দোলন গড়ে তোলা হবে।’

অতি দ্রুত নতুন হল চালুর দাবি জানিয়ে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক অমর্ত্য রায় বলেন, ‘বারবার উদ্বোধনের আশ্বাস দিয়েও প্রশাসন হল উদ্বোধন করছে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর