শিরোনাম
শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাজুস রাজশাহী জেলা শাখার নির্বাচনে নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রাজশাহী জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন (২০২২-২০২৪) অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। নির্বাচনে মোট ২১ জন কার্যনির্বাহী সদস্য পদের জন্য দুটি প্যানেলে ২১ জন করে ৪২ জন ও এককভাবে স্বতন্ত্র প্রার্থী ১ জন মিলে মোট ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে কার্যনির্বাহী সদস্য পদে ২১ জন নির্বাচিত হন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে নির্বাচন বোর্ড চেয়ারম্যান বিকাশ কুমার সরকার ফলাফল ঘোষণা করেন। সঙ্গে ছিলেন সদস্য সাইফুল ইসলাম ও এস এম হাশেম। পরবর্তী সভায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিতরা অন্য পদগুলোতে বিজয়ী হবেন। এতে ডাবলু-মনীষ-রায়হান পরিষদ থেকে মোট ১৬ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। এ প্যানেলের নির্বাচিতরা হলেন- রায়হান, শফিকুল ইসলাম ডাবলু, রনি চন্দ্র মণ্ডল, সামিউল ইসলাম সুইট, মো. ইসলাম, মণীষ, মাইনুল হোসেন, রবিন কুমার সরকার, তহিদুল ইসলাম তুহিন, মেরাজুল ইসলাম, মো. মানিক, সজল চন্দ্র সরকার, সাধন সরকার, মনিরুল ইসলাম মনি, সেলিম হোসেন ও হাসান আলী। মোখলেছ-বিশু-অপু পরিষদে মোট নির্বাচিত হন পাঁচজন। আশরাফুল ইসলাম অপু, আমিনুর রহমান আমিন, সনজিত সরকার, সুকুমার প্রামাণিক বিশু ও মোখলেছুর রহমান। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিকাশ কুমার সরকার বলেন, বৃহস্পতিবার রাত ১টায় ফলাফল ঘোষণা করা হয়। সে সময় কোনো প্রকার হট্টগোল হয়নি। ফলাফল বিজয়ী ও পরাজিত সবাই মেনে নিয়েছেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। রাজশাহীতে বাজুসের এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৪৫৬ জন। একজন মারা যাওয়ায় ভোটার সংখ্যা দাঁড়ায় ৪৫৫ জনে। এর মধ্যে ভোট দেন ৪৫০ জন। মোট নয়টি বুথে ভোটাররা ভোট প্রদান করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর