মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

২৫ ফেব্রুয়ারি জাবির ষষ্ঠ সমাবর্তন

জাবি প্রতিনিধি

আগামী ২৫ ফেব্রুয়ারি হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তনের এ অনুমতি প্রদান করেছেন। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে অনুশাসন প্রদান করে বলা হয়, ‘আগামী ২৫ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় এ সমাবর্তন অনুষ্ঠান হবে। এমতাবস্থায়, বর্ণিত অনুশাসনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা চ্যান্সেলরের অনুমতি পেয়েছি। নির্ধারিত তারিখে সমাবর্তন আয়োজনের কাজ চলছে।’

দীর্ঘ সাত বছর পর আয়োজিত এ সমাবর্তনে প্রায় ৩২ হাজার গ্র্যাজুয়েটের মাঝে সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন  সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর