মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কারাদণ্ডের বিধান রেখে নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন পাস

নিজস্ব প্রতিবেদক

নার্সিং ও মিডওয়াইফ শিক্ষায় ডিপ্লোমা ও স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের বিধান রেখে ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৩’ বিল পাস করেছে সংসদ। একই সঙ্গে সংশোধিত আইনে ‘নার্সিং কাউন্সিলকে ‘নার্সিং ও মিডওয়াইফ কাউন্সিল’ এবং ‘সেবা পরিদফতরের পরিবর্তে ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর’ ও স্বাস্থ্য অধিদফতরের পরিবর্তে ‘স্বাস্থ্য শিক্ষা অধিদফতর’ করা হয়েছে। এ ছাড়া নিবন্ধন ব্যতীত নার্সিং কোর্স পরিচালনা ও অনুমোদিত সনদ ছাড়া কেউ নিজেকে নার্স, মিডওয়াইফ পেশাজীবীর ভুয়া পরিচয় দেওয়ার দায়ে অর্থ ও কারাদণ্ডের বিধান বহাল রাখা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনের গতকালের বৈঠকে সংসদীয় কমিটির সুপারিশ আকারে বিলটি পাস করা হয়। বিলটি পাসের প্রস্তাব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এর আগে আগে বিলের ওপর আনীত জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর