শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তরুণরাই গড়ে তুলতে পারে কলুষমুক্ত সমাজ : শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, তরুণরাই গড়ে তুলতে পারে কলুষমুক্ত শান্তিময় সমাজ। নিরাপদ করে দিতে পারে আগামী প্রজন্মের জীবনযাত্রা। শামীম ওসমান গতকাল সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয়ে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান চন্দনশীল। তিনি শিক্ষার্থীদের অনাড়ম্বর জীবনযাপনের পরামর্শ দিয়ে বলেন, তার রাজনীতিক বাবা তাকে কলেজে পড়ার জন্য দুটি জিন্সের প্যান্ট-শার্ট দিয়েছিলেন আর বলেছিলেন তোমার ক্লাসের সবচেয়ে নিরীহ ছেলেটিও যেন তোমার সঙ্গে মিশতে পারে তোমাকে এমনভাবে চলতে হবে। শামীম ওসমান বলেন, ছোট ছোট জিনিস দিয়ে বাবা মাকে খুশি রাখতে চেষ্টা কর। আর দেশের জন্য অন্তত একটি ভালো কাজ করবে। দেশটাকে সুন্দর করতে একজন মহিলা যার বাবা মা সবাইকে আমরা মেরে ফেলেছি। তিনি এ দেশটাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। তার জন্য তোমরা দোয়া কর। ম্যানেজিং কমিটির সভাপতি হাজি মো. ইয়াসিন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- নাসিক ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি আনোয়ার ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর