মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংসদে বিল পাস

মসজিদের সম্পত্তি দখল করলে দুই বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

মসজিদের স্থাবর সম্পত্তির আইনি সুরক্ষা দিয়ে এবং মসজিদের কোনো সম্পত্তি দখল করলে অনধিক দুই বছরের কারাদন্ড বা অর্থদন্ড বা উভয়দন্ড প্রদানের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল, ২০২৩’। বিলে সরকারের ইসলামিক ফাউন্ডেশনের বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও শর্তে মসজিদের জন্য বা সম্পত্তি অর্জন, ধারণ ও হস্তান্তরের বিধান রাখা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২১তম অধিবেশনে গতকালের বৈঠকে সংসদে স্থিরিকৃত আকারে বিলটি পাস হয়। বিলটি পাস করার প্রস্তাব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এর আগে বিলটির ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। তবে কতিপয় সংশোধনী সংসদে গৃহীত হয়। উচ্চ আদালতের নির্দেশে সামরিক সরকারের আমলে জারিকৃত ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ অর্ডিন্যান্স, ১৯৮৬’ রহিত করে গত বছরের ৬ নভেম্বর বাংলা ভাষায় ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ’ বিলটি সংসদে আনা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর