শিরোনাম
শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

যশোরে ইন্টার্ন চিকিৎসকের হাত-পা ভেঙে দিয়েছেন সহকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর মেডিকেল কলেজের ছাত্রাবাসে ইন্টার্ন চিকিৎসক জাকির হোসেনকে নির্মমভাবে পিটিয়েছেন তার সহকর্মীরা। এতে জাকির হোসেনের দুই পা ও এক হাত ভেঙে গেছে। তার বুকের হাড়েও গুরুতর আঘাত লেগেছে। জাকির হোসেনকে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম গতকাল যশোর কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করেছেন। জাকির হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের মৃত সুরুজ জামানের ছেলে। তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসক মেহেদী হাসান লিয়ন, শামীম হাসান, আকাশ, আবদুর রহমান তানিমসহ আরও কয়েকজন প্রায়ই ছাত্রাবাসের ১০৪ নম্বর কক্ষে মাদকের আড্ডা বসান। সারা রাত তারা চিৎকার চেঁচামেচি করেন। এতে পাশের রুমে আমার পড়াশোনা করতে সমস্যা হয়। এর প্রতিবাদ করলে মঙ্গলবার রাত ৯টার দিকে তারা আমার রুমে ঢুকে হকিস্টিক ও জিআই পাইপ দিয়ে তিন ঘণ্টা ধরে তাকে বেধড়ক মারপিট করে। পরে তারা তার কাছ থেকে নগদ টাকাসহ মানিব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়। যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’। যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ মহিদুর রহমান বলেন, ‘দুঃখজনক এ ঘটনাটি জানার পর জাকিরকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান নুর কুতুবুল আলমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। ৫ ফেব্রুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন।

দ্রুতই অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।

মেডিকেল কলেজের একটি সূত্র জানায়, জাকির হোসেনের ওপর হামলাকারীদের প্রায় সবাই ইন্টার্ন করছেন। দুই বছর আগেই তাদের লেখাপড়া শেষ হয়েছে। তারপরও তারা ছাত্রাবাসে সিট দখল করে আছেন। কলেজ প্রশাসনও বিষয়টি জানে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মহিদুর রহমান বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় তাদের নামিয়ে দিতে পারি না, এ বিষয়ে অনেকটাই চাপে থাকে কলেজ প্রশাসন’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর