শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জাতীয় প্রেস ক্লাবে শীত উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় প্রেস ক্লাবে শীত উৎসব উদযাপন

‘শীতের হাওয়ায় লাগল নাচন আমলকীর এই ডালে ডালে, পাতাগুলো শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে’ প্রতিপাদ্য সামনে রেখে উদযাপিত হলো জাতীয় প্রেস ক্লাবের শীত উৎসব। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত উৎসব মুখর আয়োজন করা হয়। গ্রামবাংলার ঐতিহ্য নিয়ে জাতীয় প্রেস ক্লাব এ আয়োজন করে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি শীত উৎসব আনন্দ উপভোগের জন্য আগত ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গের প্রতি শুভেচ্ছা জানান। অনুষ্ঠান উপস্থাপনা করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। বাউল দেলোয়ার হোসেন ও তার দলের ঢোল এবং বাঁশির শব্দে মুখরিত হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব অঙ্গন। একের পর এক গানে স্রোতাদের মন ভরে যায়। প্রতিটি গানের কথা, সুর ও ছন্দে উঠে আসে এক ‘শীতকালীন গ্রামবাংলা’। প্রতিটি গানে মুগ্ধ হন দর্শক সারিতে বসে থাকা ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। এরপর মঞ্চে আসেন বাউল মনিকা ও বাউল লাবণীর দল। এ দলের গানেও সুরের মূর্ছনায় মাতোয়ারা হন দর্শকরা। চলতে থাকে গান আর পিঠা খাওয়া।

শীত উৎসবে ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা জনপ্রিয় ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা, মালপোয়া, নারকেল কুলি পিঠা ও ঝাল পিঠার স্বাদ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর