জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের রাজপথ উত্তপ্ত হতে শুরু করেছে। নগর ছাড়িয়ে এই উত্তাপ ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত গ্রামেও। দেশের বড় দুই রাজনৈতিক দলের ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি ঘিরে সরব হচ্ছেন চট্টগ্রামের তৃণমূলের নেতা-কর্মীরা। ফলে দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কাও তৈরি হচ্ছে। আগামী ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। একই দিন আওয়ামী লীগ প্রত্যন্ত ইউনিয়নগুলোতে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে। নগর এলাকাগুলোতে এই ধরনের কর্মসূচি হরহামেশা দেখা গেলেও গ্রামে এমন কর্মসূচি কম। ফলে নতুন করে গ্রাম এলাকার এই কর্মসূচি ঘিরে প্রত্যন্ত এলাকার নেতা-কর্মীদের মাঝে উত্তাপ ছড়াচ্ছে। এর আগে গত ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে একই দিনে সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি। ওই দিন সারা দেশে বিএনপির বিভাগীয় সমাবেশের অংশ হিসেবে কাজীর দেউড়িতে সমাবেশ করে দলটি। একই দিনে ১ কিলোমিটার দূরে নগরীর আন্দরকিল্লায় শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ। দুই সমাবেশে দুই দলের কেন্দ্রের নেতারা উপস্থিত ছিলেন। মূলত ওই দিনের পাল্টাপাল্টি কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর বিএনপির নেতা-কর্মীরা নতুন কর্মসূচিতে যেতে আগ্রহী হয়ে উঠছেন বলে জানিয়েছেন অনেকে। আবার বিএনপিকে প্রতিহত করতে আওয়ামী লীগও কোমর বেঁধে মাঠে নামছে। ফলে দীর্ঘদিন পর চট্টগ্রামের রাজপথে রাজনৈতিক উত্তাপের আঁচ লাগতে শুরু করেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা শান্তি সমাবেশের পাশাপাশি র্যালিসহ অন্যান্য কর্মসূচিও পালন করব। প্রজেক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরব। বিএনপি কর্মসূচির নামে নাশকতা করার সুযোগ পাবে না।’ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন, ‘বিএনপি নেতা-কর্মীরা এক একটি ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগ উন্নয়নের নামে যে লুটপাট চালাচ্ছে তা জনগণকে বোঝানো হবে। এই কর্মসূচি থেকে সরকার পতনের জন্য তৃণমূলের জনগণ যুক্ত হতে শুরু করবে।’ জানা গেছে, চট্টগ্রামে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশে কেন্দ্রের দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ উত্তর চট্টগ্রামের শান্তি সমাবেশে অবস্থান করবেন। চট্টগ্রাম দক্ষিণে অবস্থান করবেন ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
শিরোনাম
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কানাডায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপিত
উত্তপ্ত হচ্ছে চট্টগ্রামের রাজপথ
শহর ছেড়ে গ্রামেও রাজনীতির উত্তাপ
আজহার মাহমুদ, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর