শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে ওরসে বাংলাদেশ থেকে পুণ্যার্থীবাহী ট্রেন

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ থেকে ২১৬৫ পুণ্যার্থী নিয়ে স্পেশাল ট্রেন গতকাল ভোর ৫টায় পশ্চিমবঙ্গের মেদিনীপুরে পৌঁছেছে। এ সময় তাদের মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এসব পুণ্যার্থী মেদিনীপুর শহরের সৈয়দ মুরশেদ আলী আলকাদেরী আল বাগদাদীর (‘মওলা পাক’ নামে খ্যাত) ১২২তম বার্ষিক ওরসে যোগ দিচ্ছেন।

১৫ ফেব্রুয়ারি থেকে মেদিনীপুর শহরে মির্জাবাজার এলাকাতে শুরু হয়েছে এই ওরস প্রতিবছর এই উৎসবে ভারত, বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে থেকে লাখো ধর্মপ্রাণ মুসল্লি জমায়েত হয়। জানা গেছে, মঙ্গলবার রাত ১০টায় বাংলাদেশ থেকে এই পুণ্যার্থী স্পেশাল ট্রেন ছাড়ে। বুধবার সকাল ৯.৪০ নাগাদ সীমান্ত পেরিয়ে গেদে স্টেশনে পৌঁছায়। গতকাল ভোরে তা এসে পৌঁছায় মেদিনীপুর। ২৪ কামরার এই স্পেশাল ট্রেনে তীর্থযাত্রী রয়েছেন ২১৬৫ জন। সীমান্ত রক্ষীবাহিনী, পুলিশ, ডিআইবি, শুল্ক, স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানেই এই ট্রেনটি বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসা হয়। উল্লেখ্য, সুফি-সাধক সৈয়দ মুরশেদ আলী আলকাদেরী আল বাগদাদীর বার্ষিক ওরস কভিড বিধিনিষেধ মেনে শুরু হয়েছে।

ওরস পরিচালনা ও তত্ত্বাবধান করছেন সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর