শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পূর্বাচলে প্রাইমারি ও হাইস্কুলের পৃথক প্লটের বরাদ্দ বাতিলে সংসদীয় কমিটির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

পূর্বাচল প্রকল্পের এক প্লটে দুই মালিককে দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য নতুন বরাদ্দের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বেসরকারি প্রাইমারি ও হাইস্কুলের জন্য প্রাতিষ্ঠানিক কোটায় পৃথকভাবে বরাদ্দ পাওয়া দুই মালিকের ভিন্ন দুই প্লটের বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়ে সৃষ্ট আইনি জটিলতা নিরসন করে তা দ্রুত মালিকদের বুঝিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল ‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, নারায়ণ চন্দ্র চন্দ, মো. মনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দা জোহরা আলাউদ্দিন ও ফরিদা খানম বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দ নিয়ে সৃষ্ট আইনি জটিলতা নিরসন করে দ্রুত মালিকদের প্লট বুঝিয়ে দেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খালগুলো রক্ষণাবেক্ষণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের কাজের সমন্বয় সাধনের সুপারিশ করা হয়।

 বৈঠকে শিক্ষা প্রকৌশল অধিদফতর, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয় কর্তৃক ভবন নির্মাণের ক্ষেত্রে ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের সুপারিশ করে কমিটি। বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর