শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব সরকারের একার নয় : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব সরকারের একার নয় : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব সরকারের একার নয়। গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুরপাড়ের বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে সরকারি দলের যেমন দায়িত্ব আছে, তেমনি বিএনপিসহ বিরোধী দলেরও দায়িত্ব আছে। বিএনপিসহ সব রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতা করা। আমরা চাই একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের সরকার নির্বাচিত হোক। আমরা সেই কথাটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত রাষ্ট্রদূতদের জানিয়েছি এবং অন্যদেরও সেই কথাটি বলা হচ্ছে। ড. হাছান মাহমুদ বলেন, বিদেশিদের আনাগোনা সব সময় ছিল। বিদেশিদের আনাগোনা বেশি হওয়া ভালো। তারা বাংলাদেশের ওপর ইন্টারেস্ট ফিল করছে। বাংলাদেশ যেহেতু ইমাজিং ইকোনমি, বিদেশিরা একটু বেশি আসবে।  আমাদের বাণিজ্য বহুমুখীকরণ হবে, আমরা আমাদের পণ্য বিক্রি করতে পারব। তাদের আগ্রহ আছে বিধায় আসছে, এটি দেশের জন্য ভালো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের করা মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সরকার তখন শুধু ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করে। নির্বাচনকালীন যে সরকার দায়িত্বে থাকে পুলিশের একজন কনস্টেবল বদলি করারও ক্ষমতা থাকে না তাদের। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন একটা পক্ষ বিএনপিও একটা পক্ষ। আমরা সবাই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর