পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে আছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দীপ্তপায়ে এগিয়ে যাবে বাংলাদেশ। গতকাল সকালে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ১৩টি উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আড়ানী ঈদগাহ মাঠে পৌর মেয়র মুক্তার আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান মতি, সাধারণ সম্পাদক রিবন আহাম্মেদ বাপ্পি প্রমুখ।
শাহরিয়ার আলম বলেন, বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন তারা এই সরকারের আমলে নির্বাচনে যাবে না। তিনি ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনারা অস্ত্রহাতে নিয়ে রাজনীতি করেন। বন্দুকের নল দিয়ে আপনাদের রাজনীতি শুরু। তবে সেই দিন শেষ।