বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আইসিসিবিতে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

আইসিসিবিতে আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-আইসিসিবিতে ১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা গতকাল শুরু হয়েছে। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) আয়োজনে এ মেলা চলবে শনিবার পর্যন্ত। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, ইয়র্কার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিসের সভাপতি জুডি ওয়াং। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, বাংলাদেশের প্লাস্টিক পণ্য এরই মধ্যে বিদেশে একটি জায়গা করে নিয়েছে। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অবদান সবচেয়ে বেশি। প্লাস্টিক এখন সম্ভাবনাময় খাত। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, সরকার প্লাস্টিক খাতকে সমর্থন দিচ্ছে। বিপিজিএমইএ সভাপতি সামিম আহমেদ বলেন, ২১টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। বাংলাদেশ, ভারত, চীন, তাইওয়ান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, কানাডা, ইউএসএ, ফ্রান্স, হংকং, ইতালি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত মেলায় এসেছে। বাংলাদেশসহ ২১টি দেশ থেকে ৪৯৪টি কোম্পানি ৭৫০টি স্টল নিয়ে এ মেলায় অংশ নিয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর