শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বেতন দাবিতে রেশম শ্রমিকের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছয় মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী রেশম কারখানার শ্রমিকরা। গতকাল দুপুর ১২টার দিকে রেশম কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিকরা বিক্ষোভ করেন। শ্রমিকদের গত বছরের সেপ্টেম্বর মাস থেকে বেতন বন্ধ রয়েছে। এই কারখানায় কর্মরত রয়েছেন ৪৮ জন শ্রমিক। তাদের দৈনিক মজুরি হিসাবে ৩০০ টাকা বেতন দেওয়া হয়। শ্রমিকরা জানায়, তাদের সীমিত বেতন। তারপরও ঠিকমতো দেওয়া হয় না। এতে করে বাড়ির ভাড়া, ছেলে-মেয়েদের স্কুলের বেতন, ভর্তিসহ নানা সমস্যায় জড়িত। এতে তারা মানবেতর জীবনযাপন করছে। এমন অবস্থায় তারা দ্রুত বেতন পরিশোধের দাবি জানান। এ নিয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। কারখানার শ্রমিক সানোয়ার হোসেন ও খায়রুল ইসলাম বলেন, তাদের ছয় মাস ধরে বেতন বন্ধ রয়েছে। কর্তৃপক্ষকে বারবার বলেও কাজ হচ্ছে না। তারা শুধু আশ্বাস দিচ্ছেন; কিন্তু বেতন দিচ্ছেন না। কর্তৃপক্ষকে বললে তারা বলে চাকরি ছেড়ে চলে যেতে।  আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক কাজী মাসুদ রেজা বলেন, ‘শ্রমিকদের বেতনের বিষয়টি নিয়ে আমরাও চেষ্টা করছি।’

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর