শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

টয়লেটে সাড়ে ৪ কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এসব সোনার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। এসব সোনার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। গতকাল রাতে এ কথা জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার এবিলিন সাংমা। কাস্টম হাউস সূত্র জানায়, বিমানবন্দরে গতকাল দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপকমিশনার (এয়ারফ্রেইট ইউনিট) ইসরাত জাহান রুমা ও উপকমিশনার (প্রিভেনটিভ) সৈয়দ মোকাদ্দেস হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহজালাল বিমানবন্দরের ১৭ নম্বর বে’র পাশে পার্কিং করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে আসা বিজি ১২২ ফ্লাইটের টয়লেটের আয়নার পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো দুটি বস্তু পাওয়া যায়। এরপর বস্তু দুটি খুলে দেখা যায়, সেগুলোর ভিতরে লুকানো অবস্থায় ৪০টি সোনার বার রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর