রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পিলখানা হত্যাকান্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, পিলখানা হত্যাকান্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। তাই, শহীদ পরিবারের মনে ক্ষোভ আছে। সরকারের দৃষ্টি দেওয়া দরকার- এই নৃশংস হত্যাকান্ডের বিচারে যেন শহীদ পরিবারগুলো সন্তুষ্ট হতে পারে। তিনি বলেন, এমন ভয়াবহ হত্যাকান্ডের ঘটনা দায়িত্বশীল যারা আঁচ করতে পারেননি, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? এমন অনেক প্রশ্নের উত্তর জাতি জানতে চায়। গতকাল বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকান্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজত শেষে গণমাধ্যম কর্মীদের সামনে জি এম কাদের এসব কথা বলেন। জি এম কাদের আরও বলেন, ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক দিন। মহান মুক্তিযুদ্ধে যত সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন, তার চেয়ে বেশি সেনা কর্মকর্তা শহীদ হয়েছেন পিলখানা হত্যাকান্ডে।

 তিনি বলেন, আমরা শোকাহত। আমার ভাগ্নেও এই হত্যাকান্ডে শহীদ হয়েছেন।

এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর