রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

একুশের চেতনার কাছে জঙ্গি হুমকি পরাজিত হয়েছে : ইমদাদুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেছেন, প্রতিবারের মতো এবারও বইমেলায় প্রচুর মানহীন বই প্রকাশিত হয়েছে। তবে ৪-৫ হাজার বইয়ের মধ্যে ৫০-৬০টি বইও যদি মানসম্পন্ন হয় তাতেই আমরা খুশি। এবারের বইমেলায় জঙ্গি হামলার হুমকির পরও তা জনমনে কোনো বিরূপ প্রভাব ফেলতে পারেনি। বরং মেলায় জনসমাবেশ আরও বৃদ্ধি পেয়েছে।

একুশের চেতনার কাছে জঙ্গি হুমকি পরাজিত হয়েছে। একুশের চেতনার মূল সুর হলো, পৃথিবীর প্রত্যেকটি ভাষার প্রতি শ্রদ্ধাবোধ। তাই বাংলা ভাষার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সব ভাষাকে জীবিত রাখতে হবে।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গতকাল রাজধানীর এফডিসিতে ভাষা দিবস বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতায় ঢাকা কলেজকে পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা চ্যাম্পিয়ন হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর