বুধবার, ১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

গম চিনি তেল দিতে চায় আর্জেন্টিনা

খাদ্য নিরাপত্তা নিয়ে এমওইউ স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

খাদ্য নিরাপত্তায় সহায়তা দিতে আর্জেন্টিনার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে দেশটি গম, চিনি ও ভোজ্য তেল রপ্তানি করতে পারবে বাংলাদেশে। গতকাল সচিবালয়ে এমওইউতে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশ আর্জেন্টিনা থেকে বিপুল পরিমাণ চিনি ও ভোজ্য তেল আমদানি করে। দেশটি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে এসব পণ্য পরিশোধন কারখানা স্থাপন করতে পারে। এর মাধ্যমে স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি আর্জেন্টিনার কারখানাগুলো পার্শ্ববর্তী দেশগুলোতে পরিশোধিত পণ্য রপ্তানি সুবিধা পাবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কোসোর গ্রুপের সদস্য দেশ হিসেবে আর্জেন্টিনা খুবই গুরুত্বপূর্ণ। এ গ্রুপের সদস্য চারটি দেশে প্রায় ২৭ কোটি ভোক্তার বাজার রয়েছে। এ দেশগুলোর মানুষের মাথাপিছু আয়ও বেশি। এ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি অনেক বাড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশ এ সুযোগ কাজে লাগাতে চায়।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আর্জেন্টিনা ফুটবল দলের বড় সমর্থক। বাণিজ্য ক্ষেত্রে আর্জেন্টিনা বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ সোয়াবিন তেল, গমের পাশাপাশি সূর্যমুখী তেলও আমদানি করতে পারে। তিনি বলেন, বাংলাদেশের ওষুধপণ্যের বেশ সুনাম আছে। এ দেশের রপ্তানিমুখী শিল্পে আর্জেন্টিনা বিনিয়োগ করতে আগ্রহী।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব তপন কান্তি ঘোষের সঞ্চালনায় এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান এবং আর্জেন্টিনার প্রতিনিধি দলের সদস্যরা।

সর্বশেষ খবর