বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কর্ণফুলী নদী রক্ষায় ‘বিনি সুতার মালা’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কর্ণফুলী নদী রক্ষায় ‘বিনি সুতার মালা’

কর্ণফুলী নদীর ওপর ভাসমান নৌকা। নৌকার ওপরই তৈরি করা হয়েছে ভাসমান নান্দনিক মঞ্চ। এ মঞ্চ থেকেই কর্ণফুলী নদী দখল, ভরাট ও দূষণের প্রতিবাদের দ্যুতি ছড়িয়েছে ‘বিনি সুতার মালা’। ভাসমান এই মঞ্চেই আঞ্চলিক গান, পাহাড়ি নৃত্য, গান ও বক্তব্য দিয়ে জানানো হয়েছে তীব্র প্রতিবাদ। গানে গানে এক ঘাট থেকে অন্য ঘাটে প্রতিবাদের ভাষা ছড়িয়ে দেওয়া হয়েছে নদী ব্যবহারকারীদের মাঝে। কর্ণফুলী রক্ষায় বৃহত্তম সামাজিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে তিনব্যাপী সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়। গতকাল সকালে অনুষ্ঠানমালার প্রথম দিন ছিল ‘বিনি সুতার মালা’ শীর্ষক অনুষ্ঠান। চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র ও সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন এ কর্মসূচির আয়োজন করে। বিনি সুতার মালার ভাসমান মঞ্চ কর্ণফুলী নদী সদরঘাট চরপাথরঘাটা সাম্পান ঘাট, গাইজ্জার ঘাট, তোতার বাপের হাট, কালুরঘাট বোয়ালখালী হয়ে নগরীর ব্রিজঘাট, অভয়মিত্র ঘাট ও বাংলাবাজার এসে শেষ হয়। নগরীর সদরঘাট থেকে বিনি সুতার মালা অনুষ্ঠান উদ্বোধন করেন সাম্পান সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার প্রধান সমন্বয়ক শাহেদুর রহমান শাহেদ। সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের চেয়ারম্যান চৌধুরী ফরিদ।

 

সর্বশেষ খবর