শনিবার, ৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ছুটির দিনে বাণিজ্য মেলায় দর্শনার্থীর ভিড়

দর্শকের তুলনায় ক্রেতা নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মেলা মানেই লোকে লোকারণ্য। এরই মধ্যে আবাসন মেলা, বইমেলা ও বাণিজ্য মেলা হয়েছে। কিন্তু দর্শনার্থী থাকলেও আশাহত করেছে আয়োজকদের। এ দুই মেলার মতোই অভিন্ন চিত্র চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলায়ও। বিকাল হতে শুরু করলেই মেলায় আসে হাজার হাজার মানুষ। নারী-শিশু, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষের সমাগম হয়। তবে হাজার হাজার মানুষ শুধুই মাত্র দর্শক। দর্শকের তুলনায় ক্রেতা নেই বললেই চলে। গতকাল ছুটির দিনে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলায় গিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে মিলে মেলার এমন চিত্র। পতেঙ্গা থেকে আসা গৃহবধূ রাজিয়া সুলতানা বলেন, আজকে (শুক্রবার) ছুটির দিনে পরিবার নিয়ে মেলায় এসেছি। কিন্তু অন্য বছরের তুলনায় এ বছর মেলায় পণ্যের দাম বেশি। টুকটাক কেনাকাটা করার পরিকল্পনা থাকলেও মেলার পরিস্থিতি দেখে ঘুরাঘুরি করেই চলে যাব। বিভিন্ন স্টলের বিক্রেতা বলছেন, অন্য পণ্যের তুলনায় এবার গৃহস্থালি পণ্য ভালো বিক্রি হচ্ছে। এ ছাড়াও তরুণীরা গয়না, মৃৎশিল্প, শিশুর খেলনা, শোপিস, তৈজসপত্র, জুতা, জামা ইত্যাদি ক্রয় করছেন। মেলায় প্রবেশ করেই হাতের বাম পাশে রয়েছে ফরেন জোন। ফ্যাশন সচেতন নারীদের ভিড় এ জোনে। বাহারি ডিজাইনের থ্রিপিস, লেহেঙ্গা, চুড়ি, গয়না, জুতাসহ রকমারি বিদেশি পণ্যের পসরা সাজানো রয়েছে এখানে। বড় প্যাভিলিয়নগুলোতে ক্রেতাদের আকর্ষণে ছাড়ের পাশাপাশি বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। মেলার দক্ষিণ-পূর্ব প্রান্তের শিশুপার্কের রাইডগুলোতেও শিশু-কিশোরদের পাশাপাশি নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড়। ভিড় ছিল মেলার মাঝখানে চিত্রশিল্পীদের পেনসিলে নিজের ছবি আঁকার জায়গায়ও। এবারের মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ১৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, তিনটি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টলে তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ফরেন জোনে ভারত, থাইল্যান্ড, ইরান, পাকিস্তানি পণ্যের স্টল রয়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মেলায় ২০ লাখের বেশি দর্শক-ক্রেতার সমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর