সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি ওরা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি ওরা

একসময় কুড়িগ্রামের তিস্তা নদীর পাড়ে বাড়ি ছিল জাহেদ আলীর। নদী ভাঙনে বাড়ি-ঘর বিলীনের পর পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের শমসের পাড়া গড়ে জাহেদ আলী অন্যের জমিতে পরিবারের ছয় সদস্য নিয়ে ভাঙা ঘরে দিন কাটাতেন। এরপর তিনি পীরগঞ্জে নিজ পরিবারে সরকারি খাস জমির ওপর ঝুপড়ি ঘর নির্মাণ করেন। সেখান থেকে বর্তমানে প্রধানমন্ত্রীর উপহারের সেমি পাকা ঘরে বসবাস করছেন। ঘর পেয়ে তিনি অনুভূতি প্রকাশ করে বলেন, আগে শীত-বর্ষায় অনেক কষ্ট হতো। এখন আর সেই কষ্ট নেই। পরিবারের লোকজন নিয়ে তিনি এখন সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। মুজিববর্ষ উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১৫টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমিসহ ঘর পেয়েছেন  ৪৯০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এসব পরিবারের জীবনযাত্রায় এসেছে নতুনত্ব। পাল্টে গেছে তাদের  জীবনমান। দিনমজুর আমজাদ হোসেন বলেন, একসময় তিনি জঙ্গলবেষ্টিত গড়ের ওপর (মাটির উঁচু ঢিবি) ভাঙা একটি ঝুপড়ি ঘরে থাকতেন। তাদের নিজস্ব পরিচয় বলতে কিছু ছিল না। এখন তার ঘরের কষ্ট নেই। প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থেকে নতুন করে সমাজে পরিচিত হচ্ছেন। একই এলাকার বিধবা কল্পনা বেগম পরিবারের চার সদস্য নিয়ে ভাইয়ের ঘরে আশ্রিতা ছিলেন। ঝি-এর কাজ করে সংসার চালাতেন। এখন প্রধানমন্ত্রীর উপহার ঘরে তার মর্যাদা বেড়েছে। দুই মেয়ে নিয়ে বর্তমানে তিনি ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, মুজিববর্ষ উপলক্ষে উপজেলা ‘ক’ শ্রেণির ভূমিহীনদের ঘরসহ তাদে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মুজিববর্ষের ‘ক’ শ্রেণির আরও কিছু ঘর যাচাই-বাছাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকের জন্য সরকারি ঘর প্রদান করা হবে। ২ শতক জমির ওপর নির্মিত সেমি পাকা প্রত্যেক ঘরে বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, বারান্দা, রান্নাঘরসহ সব ধরনের সুবিধা রয়েছে। এ ছাড়াও প্রকল্পের ঘরগুলো উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করে আসছে। চতরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক শাহিন, কুমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, তাদের ইউনিয়নের মুজিববর্ষের জমিসহ ঘর পেয়ে খুশি অসহায় মানুষ। এসব ঘরে অসহায় মানুষগুলো নির্বিঘ্নে ও নিশ্চিন্তে বসবাস করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় বলেন, ’উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক শেখ হাসিনা মডেল’ আজ সারা বিশ্বে প্রশংসিত। ভূমিহীন-গৃহহীন মানুষকে নিজের ঠিকানা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর