রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মোশাররফ হোসেন রিমান্ডের এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে পাঁচদিন রিমান্ডে নিতে আবেদন করেন। জানা গেছে, শনিবার বিএনপির পদযাত্রা শেষে সাইফুল আলম নীরব ও তার সঙ্গে থাকা কর্মীরা এফডিসির সামনে কর্তব্যরত পুলিশের ওপর হামলা করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দন্ডবিধিসহ বিস্ফোরক আইনে একটি মামলা করে পুলিশ।