বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এ প্রতিপাদ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। গতকাল দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের উদ্দেশ্যে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি। নারী দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানান কর্মসূচি হাতে নিয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ উপলক্ষে গতকাল এক শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। বাংলাদেশ মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, বাংলাদেশে নারী আন্দোলনের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর জাতীয় মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছে শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর