বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পবিত্র শবেবরাত পালিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শবেবরাত পালিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার দিবাগত রাতে দেশব্যাপী পালিত হয়েছে পবিত্র শবেবরাত। মুসলিম উম্মাহ হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুক্তির রজনি বা সৌভাগ্যের রজনি হিসেবে পালন করে থাকে। মহিমান্বিত এ রাতে রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের মসজিদগুলোয় ছিল মুসল্লির উপচে পড়া ভিড়। পরম করুণাময় আল্লাহর অনুগ্রহলাভের আশায় মুসল্লিরা রাত জেগে ইবাদত-বন্দেগি করে। নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারে নিমগ্ন থেকে নিজেদের পাপমুক্তির জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লহর দরবারে ক্ষমাপ্রার্থনা করেছে। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনের কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত করেন। এ উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটি। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মঙ্গলবার বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া কোরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর