বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নারীদের জড়তা থেকে বেরিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পৃথিবীতে এমন কোনো কিছু নেই, যা নারী ছাড়া হয়। তাই নারী দিবস প্রতিদিনই। নারীদের জড়তা থেকে বেরিয়ে আসতে হবে। রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে গতকাল নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য আরমা দত্ত, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নাসিমা বানু, ড. মাহবুবা নাসরিন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, অভিনেত্রী তারিন জাহানসহ দেশের বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত নারী নেতৃত্ব। দীপু মনি আরও বলেন, নারী যে পথে হাঁটবে, সে পথ কিন্তু কুসুমাস্তীর্ণ নয়। সে কারণে ডিজিটাল পথেও নারীর বাধা বিপত্তি অনেক। কিন্তু তাকে ডিজিটাল হতেই হবে। প্রযুক্তি শিখতে হবে।

সম্মানিত অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, নারীরা আজ পিছিয়ে নেই। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিচ্ছেন। নারী আজ মর্যাদার আসনে অধিষ্ঠিত। নারীরা সুযোগ পেলে সব ক্ষেত্রে সাফল্য দেখাতে পারে। উপাচার্য ড. মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে দেশ স্বাধীন না হলে নারী মুক্তির আস্বাদন থেকে আমরা হয়তো আজও দূরে থাকতাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর