শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা কনভেশন সিটিতে ‘রক অ্যান্ড রিদম’ কনসার্ট

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা কনভেশন সিটিতে ‘রক অ্যান্ড রিদম’ কনসার্ট

বছরের সবচেয়ে বর্নিল কনসার্ট ‘রক অ্যান্ড রিদম ২.০’ অনুষ্ঠিত হলো বসুন্ধরা কনভেনশন সিটির ৪ নম্বর হলে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত কনসার্টের আয়োজক ছিল এডভেন্টর কমিউনিকেশন্স। এ কনসার্টে দারুণ সব লাইনআপে মেতে উঠেছিল বাংলার তরুণসমাজ। ‘রক অ্যান্ড রিদম ২.০’ একটি অন্যরকম মিউজিক ইভেন্ট সংগীতের শক্তিতে সবাই একত্র হয়েছে। এ কনসার্টে যোগ দিয়েছিলেন প্রায় ৯ হাজার সংগীতপ্রেমী। কনসার্টের মূল আকর্ষণ ‘পপাই বাংলাদেশ’, যিনি প্রথমবারের মতো বাংলাদেশে সংগীত পরিবেশন করেছেন। এ ইভেন্টে এ ছাড়া লাইভ পারফর্ম করেছে দেশের স্বনামধন্য ব্যান্ডদল অ্যাশেজ, মেঘদল, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, হাইওয়ে, অড সিগনেচার এবং স্মুচেজ। দর্শকরা প্রবল আগ্রহে অপেক্ষায় ছিল এ কনসার্টে যোগ দেওয়ার জন্য। রাজধানীর সবচেয়ে বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবির ৪ নম্বর হলে অনুষ্ঠিত ইভেন্টটি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে অসাধারণ সাউন্ড অ্যান্ড লাইটিং সিস্টেমের কারণে। কনসার্টের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর