সোমবার, ১৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

প্রকল্পের অনিয়ম-দুর্নীতি তদন্তে সংসদীয় সাবকমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি সংসদীয় সাব কমিটি গঠিত হয়েছে। কানিজ ফাতেমা আহমেদ এমপিকে আহ্বায়ক এবং  আবদুল আজিজ এমপি ও শাহাদারা মান্নান এমপিকে সদস্য করে গঠিত এ সাব কমিটিকে পরবর্তী সভায় তদন্ত প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। সংসদ ভবনে গতকাল ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ। কমিটির সদস্য আবদুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, শাহাদারা মান্নান, কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম এবং জয়িতা টাওয়ার নির্মাণের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে জয়িতা টাওয়ার নির্মাণসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন, জয়িতার পণ্যের গুণগতমান বৃদ্ধি, ক্রেতাগণের সঙ্গে ভালো আচরণ, বিক্রয় প্রতিনিধিদের উন্নতমানের প্রশিক্ষণ এবং জয়িতার ব্র্যান্ড সম্পর্কে দেশব্যাপী প্রচার প্রচারণা বাড়ানোর জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর