রাজশাহীতে কোনো সিনেমা হল ছিল না। রাজশাহী শহরের শেষ সিনেমা হলটি বন্ধ হয়ে যায় ২০১৮ সালের ১২ অক্টোবর। এরপর বন্ধ হয় পবা উপজেলার বাবুল হল। পুরো রাজশাহী জেলা হয়ে পড়ে সিনেমা হলশূন্য। কিন্তু ঢাকাই চলচ্চিত্রের প্রতি নতুন করে দর্শকের টান বেড়েছে। দর্শকরা সিনেমা হলের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে চার বছর পর হলে ফিরল সিনেমা। গতকাল রাজশাহী শহরের উপকণ্ঠে পবা উপজেলার কাটাখালীতে চালু হলো ‘রাজ তিলক’। ‘হাওয়া’ দিয়ে নতুন করে যাত্রা শুরু হলো হলটির। রাজ তিলক হলে সর্বশেষ ২০১২ সালে সিনেমা প্রদর্শন করা হয়। এর পর থেকে হলটি বন্ধ ছিল। সম্প্রতি মালিকের কাছ থেকে পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন দিনাজপুরের ফুলবাড়িয়ার সাজ্জাদ হোসেন। তিনি মূলত চলচ্চিত্রে ‘প্রোডাকশন ম্যানেজার’ হিসেবে কাজ করেন। থাকেন ঢাকায়। তিনি হলটি চালুর উদ্যোগ নেন। গত বছরের অক্টোবর থেকে হলটি সংস্কারে টানা কাজ করেছেন তিনি। ১৯৯৮ সাল থেকে হলটির সঙ্গে আছেন আক্কাস আলী। তিনি এই হলের গেটম্যান হিসেবে কাজ করেছেন। এবারও হলটির নানা কাজ করছেন। তবে এখনো নির্দিষ্ট দায়িত্ব বুঝে পাননি। সিনেমা হলটির ইতিহাস নিয়ে তিনি বলেন, নওগাঁর আজিজ খান নামের এক ব্যক্তি হলটি নির্মাণ করেছিলেন। পরে ঢাকার শহিদুল হক সিকদার নামের এক ব্যক্তি হলটি কিনে নেন। তার কাছ থেকে হলটি কিনে নেন রাজশাহীর রানা ও দুলু নামের দুই ভাই। তাদের কাছ থেকে আনোয়ারুল হক নামের আরেকজন হলটি কিনে নেন। সর্বশেষ ২০১২ সালে ‘কমন জেন্ডার’ সিনেমা চলাকালে হলটি বন্ধ হয়ে যায়। তখন চাঁপাইনবাবগঞ্জের রুম্মান আলী হলটি কিনে নেন। এরপর আর হলটি চালু হয়নি। হলটির বর্তমান মালিক সাজ্জাদ হোসেন বলেন, সিনেমা ও সিনেমা হলের প্রতি ভালোবাসা থেকে সুন্দর করে এটিকে তিনি ঠিক করেছেন। ঠিক করতে কোনো কিছুতে কমতি রাখেননি। সবকিছু ডিজিটাল করেছেন। টিকিটে টাকার ব্যবধান থাকলেও সিটের ভেদাভেদ রাখেননি। টিকিট ক্লাস থাকবে তিনটি-রিয়াল স্টল, ডিসি সার্কেল ও আপার ক্লাস। হলটিতে সব মিলে একসঙ্গে ৫ শতাধিক দর্শক সিনেমা দেখতে পারবেন। রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির বলেন, সিনেমা হল চালুর খবরটি বর্তমান সময়ের সবচেয়ে ভালো খবরের মধ্যে একটি। গণমানুষের বিনোদনের মাধ্যমই হলো সিনেমা হল। এটা সিনেপ্লেক্স নয়। সেখানে সবাই যেতে পারেন না। সিনেমা হলে সব শ্রেণির মানুষ যেতে পারেন। এটি রাজশাহীর মানুষের জন্য আনন্দের খবর।
শিরোনাম
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল
- গরমে দীর্ঘক্ষণ এসিতে থাকলে হতে পারে বিপদ
- প্রাথমিকে দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক দবগুড়ার মোস্তফা কামাল
- জাবি শিক্ষার্থীদের হেপাটাইটিস 'বি' ভ্যাকসিন প্রদানের উদ্যোগ
- সামরিক সংঘাতে পাকিস্তানের চেয়ে ভারতের ক্ষতি ২২ গুণ বেশি, দাবি রিপোর্টে
- গরমে বেড়াতে বের হলে সঙ্গে রাখুন ৬ জরুরি জিনিস
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি’
- খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুদ্ধ পূর্ণিমা পালিত
চার বছর পর হলে ফিরল সিনেমা
কাজী শাহেদ, রাজশাহী
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর