রাজশাহীতে কোনো সিনেমা হল ছিল না। রাজশাহী শহরের শেষ সিনেমা হলটি বন্ধ হয়ে যায় ২০১৮ সালের ১২ অক্টোবর। এরপর বন্ধ হয় পবা উপজেলার বাবুল হল। পুরো রাজশাহী জেলা হয়ে পড়ে সিনেমা হলশূন্য। কিন্তু ঢাকাই চলচ্চিত্রের প্রতি নতুন করে দর্শকের টান বেড়েছে। দর্শকরা সিনেমা হলের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে চার বছর পর হলে ফিরল সিনেমা। গতকাল রাজশাহী শহরের উপকণ্ঠে পবা উপজেলার কাটাখালীতে চালু হলো ‘রাজ তিলক’। ‘হাওয়া’ দিয়ে নতুন করে যাত্রা শুরু হলো হলটির। রাজ তিলক হলে সর্বশেষ ২০১২ সালে সিনেমা প্রদর্শন করা হয়। এর পর থেকে হলটি বন্ধ ছিল। সম্প্রতি মালিকের কাছ থেকে পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন দিনাজপুরের ফুলবাড়িয়ার সাজ্জাদ হোসেন। তিনি মূলত চলচ্চিত্রে ‘প্রোডাকশন ম্যানেজার’ হিসেবে কাজ করেন। থাকেন ঢাকায়। তিনি হলটি চালুর উদ্যোগ নেন। গত বছরের অক্টোবর থেকে হলটি সংস্কারে টানা কাজ করেছেন তিনি। ১৯৯৮ সাল থেকে হলটির সঙ্গে আছেন আক্কাস আলী। তিনি এই হলের গেটম্যান হিসেবে কাজ করেছেন। এবারও হলটির নানা কাজ করছেন। তবে এখনো নির্দিষ্ট দায়িত্ব বুঝে পাননি। সিনেমা হলটির ইতিহাস নিয়ে তিনি বলেন, নওগাঁর আজিজ খান নামের এক ব্যক্তি হলটি নির্মাণ করেছিলেন। পরে ঢাকার শহিদুল হক সিকদার নামের এক ব্যক্তি হলটি কিনে নেন। তার কাছ থেকে হলটি কিনে নেন রাজশাহীর রানা ও দুলু নামের দুই ভাই। তাদের কাছ থেকে আনোয়ারুল হক নামের আরেকজন হলটি কিনে নেন। সর্বশেষ ২০১২ সালে ‘কমন জেন্ডার’ সিনেমা চলাকালে হলটি বন্ধ হয়ে যায়। তখন চাঁপাইনবাবগঞ্জের রুম্মান আলী হলটি কিনে নেন। এরপর আর হলটি চালু হয়নি। হলটির বর্তমান মালিক সাজ্জাদ হোসেন বলেন, সিনেমা ও সিনেমা হলের প্রতি ভালোবাসা থেকে সুন্দর করে এটিকে তিনি ঠিক করেছেন। ঠিক করতে কোনো কিছুতে কমতি রাখেননি। সবকিছু ডিজিটাল করেছেন। টিকিটে টাকার ব্যবধান থাকলেও সিটের ভেদাভেদ রাখেননি। টিকিট ক্লাস থাকবে তিনটি-রিয়াল স্টল, ডিসি সার্কেল ও আপার ক্লাস। হলটিতে সব মিলে একসঙ্গে ৫ শতাধিক দর্শক সিনেমা দেখতে পারবেন। রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবির বলেন, সিনেমা হল চালুর খবরটি বর্তমান সময়ের সবচেয়ে ভালো খবরের মধ্যে একটি। গণমানুষের বিনোদনের মাধ্যমই হলো সিনেমা হল। এটা সিনেপ্লেক্স নয়। সেখানে সবাই যেতে পারেন না। সিনেমা হলে সব শ্রেণির মানুষ যেতে পারেন। এটি রাজশাহীর মানুষের জন্য আনন্দের খবর।
শিরোনাম
- যে পাঁচ কারণে জেন-জি আন্দোলন সামাল দিতে ব্যর্থ হয় নেপাল
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, স্নিগ্ধ বেকারিকে জরিমানা
- কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
- স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা
- ফাজিল স্নাতকের ফল প্রকাশ, পাশের হার ৯৫.০৫
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
- যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত
- বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা
- শুল্ক না কমালে ভারতের জন্য ব্যবসা করা কঠিন হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
- চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সোনালী আঁশে ফিরছে সুদিন, খুশি দিনাজপুরের কৃষকরা
- নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: খায়ের ভূঁইয়া
- শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
- পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প: উত্তর কোরিয়া