শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাজার নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, সিন্ডিকেট ও কালোবাজারি বন্ধের দাবিতে এবি পার্টির যুব সংগঠন এবি যুব পার্টি রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ করেছে। শুক্রবার বিকালে রাজধানীর বিজয়নগরের বিজয় ৭১ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এবি যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী; বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় দফতর সম্পাদক অ্যাড. আবদুল্লাহ আল মামুন রানা, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, গাজীপুর জেলা আহ্বায়ক এম আমজাদ খান, যুব পার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুলসহ নেতৃবৃন্দ।

এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, রিজার্ভ মারাত্মকভাবে কমে যাওয়ায় রমজান উপলক্ষে পণ্য আমদানির প্রয়োজনীয় এলসি খুলতে পারছে না ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলো সহযোগিতা দিতে ব্যর্থ হয়েছে, ফলে প্রয়োজনীয় পণ্য আমদানি সম্ভব হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর