সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পশ্চিম সাহারা শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার হলেন মেজর জেনারেল ফখরুল

নিজস্ব প্রতিবেদক

পশ্চিম সাহারা শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার হলেন মেজর জেনারেল ফখরুল

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মো. ফখরুল আহসানকে শান্তিরক্ষা মিশন পশ্চিম সাহারার ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত করেছেন। তিনি পাকিস্তানের মেজর জেনারেল জিয়াউর রেহমানের স্থলাভিষিক্ত হবেন। আইএসপিআর জানায়, ইতিপূর্বে তিনি জাতিসংঘ মিশনে সোমালিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত ছিলেন। এ ছাড়াও তিনি ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। মেজর জেনারেল মো. ফখরুল আহসান বর্তমানে একটি পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে কর্মরত রয়েছেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন ও দুটি পদাতিক ব্রিগেড কমান্ড করেছেন। এ ছাড়াও সেনাবাহিনীর স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। মেজর জেনারেল মো. ফখরুল আহসান বাংলা ও ইংরেজির পাশাপাশি ফরাসি ভাষায় অত্যন্ত দক্ষ। তিনি ও তার সহধর্মিণী রাশিদা আহসান এক ছেলে এবং এক কন্যা সন্তানের গর্বিত জনক-জননী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর