মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভেজাল লাচ্ছা সেমাইয়ে ভাসছে রংপুর

টার্গেট ঈদ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ভেজাল লাচ্ছা সেমাইয়ে ভাসছে রংপুর

ঈদ সামনে রেখে ভেজাল লাচ্ছা সেমাইয়ে ভাসছে রংপুর বিভাগের সবকটি জেলা ও উপজেলা। কাজ হচ্ছে না বিএসটিআই অভিযানেও। গত এক সপ্তাহে প্রায় প্রায় লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করা হলেও থামানো যাচ্ছে না ভেজাল লাচ্ছা উৎপাদন ও বাজারজাতকরণ। রংপুর বিএসটিআই সূত্রে জানা গেছে, ২৩ মার্চ রংপুর নগরীতে ছয়টি লাচ্ছা সেমাই কারখানায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এসব লাচ্ছার গুণগত মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে কয়েকটি লাচ্ছা কারখানার লাইসেন্স না থাকায় তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দেখা গেছে নগরীর অনেক স্থানে ভেজাল লাচ্ছা প্রস্তুত ও বিক্রি হচ্ছে দেদার। এদিকে গতকাল দিনাজপুর ও গাইবান্ধা জেলায় বিএসটিআইর মোবাইল কোর্ট অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দিনাজপুরে দুটি প্রতিষ্ঠানে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিন গাইবান্ধা জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআইর মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে লাচ্ছা সেমাই উৎপাদন, বিক্রি, বিতরণ ও লাচ্ছা সেমাইর মোড়কে মানচিহ্ন ব্যবহার করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কারখানার উৎপাদন বন্ধ রেখে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইর লাইসেন্স গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এর আগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে ব্রেড পণ্যের বিএসটিআইর মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে একটি প্রতিষ্ঠনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিদিন ভেজাল লাচ্ছা সেমাই উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হলেও অস্বাস্থ্যকর এই পণ্যটির বাজারজাতকরণ থামানো যাচ্ছে না। সচেতন মহল অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের প্রধান উপপরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমাদ বলেন, ভেজাল পণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে প্রতিদিন অভিযান চলছে। অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর