বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রংপুরে জুয়েলারি ব্যবসায় ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের আয়োজনে (বাজুস) রংপুর জেলা শাখার নেতাদের নিয়ে জুয়েলারি ব্যবসায় ভ্যাট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরীর কামালকাছনা রোডের কার্যালয়ে জুয়েলারি ব্যবসায় ভ্যাটবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় রংপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মো. এনামুল হক সোহেল। অংশ নেন বাজুস রংপুর জেলা শাখার সহসাধারণ সম্পাদক মো. আরেফুল হক লাইজু, কার্যনির্বাহী সদস্য মো. নুর ইসলাম বাবু, মো. মশিয়ার রহমান, মো. রবিউল ইসলামসহ বাজুস রংপুর জেলা শাখার উপকমিটির সদস্য মো. নুরুজ্জামান কাফি, মো. ওয়াহিদ মিয়া (ওয়াহেদ), মো. নাছির উদ্দিন লিটন, মো. রিপন মিয়া, মো. রোস্তম মিয়া, মো. মশিয়ার রহমান, মো. জামিল হোসেন, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ নাজিবুল্লাহ আশা ও মো. মেহেদী হাসান রতন।

কর্মশালা শেষে বাজুস রংপুর জেলা শাখার পক্ষ থেকে কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাসকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ খবর